বছর শেষে একটা চমক হয়েই এসেছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মার মহারাজকীয় বিয়ে। লোকচক্ষুর আড়ালে সুদূর ইটালিতে সাতপাকে বাঁধা পড়েছেন এই দুই তারকা। কিন্তু বিয়ে করতে গিয়ে ব়্যাঙ্কিংয়ে অবনতি ঘটেছে ভারত অধিনায়কের।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দলকে টেস্ট সিরিজ জেতানোর পরই ব্যক্তিগত কারণে বিশ্রাম চেয়েছিলেন বিরাট কোহলি। তারপর অানুশকাকে সঙ্গে নিয়ে ইটালি পাড়ি দেন। টাস্কানির মনোরম পরিবেশে ঘনিষ্ঠ আত্মীয়দের সামনেই বিয়ে সারেন তাঁরা। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি। আর সেই কারণেই আইসিসি-র টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে তিন নম্বরে নেমে গেলেন ভারতীয় দলনেতা।
আইসিসি-র সদ্য প্রকাশিত ব্যাটসম্যানদের তালিকায় পয়েন্টেও অনেকটা নেমে গেছেন তিনি। ৮২৪ পয়েন্টে থাকা বিরাটের বর্তমান সংগ্রহ ৭৭৬ পয়েন্ট। হিসাব মতো, একটি টি-টোয়েন্টি ম্যাচ না খেললেই পয়েন্টের দুই শতাংশ কাটা যায়। সেই কারণেই পয়েন্টে অবনতি কোহলির।
তবে কোহলি ব়্যাঙ্কিংয়ে নেমে গেলেও শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। ১১৯ থেকে বেড়ে বর্তমানে ১২১ পয়েন্ট ভারতের। ফলে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে পাঁচ নম্বর থেকে দু’নম্বর স্থান দখল করল কোহলিবাহিনী। ১২৪ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে পাকিস্তান।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম