এল ক্লাসিকোতে হারার পর জানুয়ারিতে দলের শক্তি বাড়াতে এবার মাঠে নামছে রিয়াল মাদ্রিদ সভাপতি পেরেজ। লা লীগার শিরোপার আশা কার্যত শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। শীর্ষে থাকা বার্সালোনা থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে চার নম্বরে অবস্থান রিয়ালের। তাই এখন রিয়ালের পুরো মনোযোগ চ্যাম্পিয়নস লীগে। আর সেখানে ভালো করতে হলে দলের শক্তি বাড়াতে হবে।
কারণ সামনেই পিএসজির সাথে লড়াই। আর দলের এই অবস্থায় এবার শক্তি বাড়াতে মরিয়া পেরেজ। সেজন্য জানুয়ারিতে ১৭৮ মিলিয়ন ইউরো খরচ করার পরিকল্পনা করছেন তিনি। এই ১৭৮ মিলিয়ন খরচ করে কিনবেন তিনজন তারকাকে।
এই তিনজন তারকা হলো, ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড ইকার্দি যার মূল্য ৮৯ মিলিয়ন। অ্যাতলেটিকো বিলবাও গোলকিপার কেপা আরিজাবালাগা, যার মূল্য ২৬.৬ মিলিয়ন ও এসি মিলান ডিফেন্ডার লিওনার্দো বুনুচ্চ, যার মূল্য ৬২ মিলিয়ন।
এদিকে স্পানিশ দৈনিক দিয়ারিও গোল বলছে, ক্লাসিকোর পর পেরেজ রিয়ালের তিন তারকাকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এরা হলেন ফরোয়ার্ড বেনজামা, মিড ফিল্ডার কোভাচিচ ও কাসমিরো। যদিও বাকি দুজনকে বিক্রি করে দিলেও কাসমিরোকে বিক্রির কোন চিন্তাও হয়তো করবে না রিয়াল মাদ্রিদ।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৭/আরাফাত