এই তো তিনদিন আগের কথা, শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করে ডেভিড মিলারের সঙ্গে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসান ভারতীয় ওপেনার রোহিত শর্মা। এর দু'দিন পরই ক্রিকেটের নতুন ফরম্যাট টি-টেন সংস্করণে আরেকটি ঝড় দেখা গেল। ৬ বলে ৬ ছক্কা হাঁকালেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান শোয়েব মালিক। শুধু তাই নয়, এই ম্যাচে ২৬ বলে সেঞ্চুরিও হাঁকিয়েছেন পাকিস্তানের নতুন সেনসেশন বাবর আজম। এদিন, ১০ ওভারেই ২০০ রান দেখল ক্রিকেট বিশ্ব। সেই রান 'চেজ' করেও জয় পেয়েছে আবার টার্গেটে খেলতে নামা দলটিও।
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ফাউন্ডেশন আয়োজিত চ্যারিটি ম্যাচে রবিবার ফয়সালাবাদে মুখোমুখি হয় এসএএফ রেডস ও এসএএফ গ্রিন। আর সেই ম্যাচে ব্যাট হাতে এমন বিধ্বংসী ব্যাটিং দেখা যায়।
এদিন, প্রথমে ব্যাট করে শোয়েব মালিকের ২০ বলে ৮৪ এবং ফখর জামান ২৩ বলে ৭৬ রানের ওপর ভর করে ২০১ রান তোলে এসএএফ রেডস। জবাবে ব্যাট করতে ১১টি ছক্কা এবং ৭টি চারে মাত্র ২৬ বলে বাবর আজমের সেঞ্চুরির ওপর ভর করে লক্ষ্যে পৌঁছে যায় এসএএফ গ্রিন।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৭/মাহবুব