নিজেদের মাঠে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ক্লাসিকোতে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা এরনেস্তো ভালভেরদের দল থেকে ১৪ পয়েন্টে পিছিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে এনিয়ে চাপ নিতে নারাজ রিয়ালের লেফট ব্যাক মার্সেলো। তিনি জানিয়েছেন, প্রতি ম্যাচেই তার দল জিতবে এমন ভাবাটা অবাস্তব।
সংবাদ সম্মেলনে মার্সেলো বলেন, “আমরা আপনাদের স্বভাব খারাপ করে দিয়েছি। আপনারা ধরে নেন, আমাদের সবসময় জিততে হবে।”
তবে সমর্থক না সাংবাদিক কাদের উদ্দেশে এই মন্তব্য তা স্পষ্ট করেননি ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
তিনি আরও বলেন, “লা লিগা বিশ্বের সেরা লিগ। এটা জেতা কঠিন। এটা খেলা। কখনও আপনি জিতবেন, কখনও হারবেন। বার্সেলোনার সঙ্গে এই পার্থক্যের কারণ হলো তারা বেশি ম্যাচ জিতেছে।”
জিদানের দল ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। আর এক ম্যাচ বেশি খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ