বিরাট কোহলি ও আনুশকার শর্মার দ্বিতীয় রিসেপশন হবে মুম্বাইয়ে। এজন্য টিম ইন্ডিয়ার পাশাপাশি সফরকারী লঙ্কান ক্রিকেটারদেরও নিমন্ত্রণ করা হয়েছে। তবে ভারতীয় গণমাধ্যমে খবর, কোহলি-আনুশকার রিসেপশনে যাচ্ছেন না লঙ্কান ক্রিকেটাররা।
এবেলার খবর, টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরেই লঙ্কানরা উড়ে যাবেন দেশে। শ্রীলঙ্কার সঙ্গে নতুন বছরের প্রথম মাসেই খেলা রয়েছে বাংলাদেশের। বাংলাদেশ সফরের জন্য ইতিমধ্যেই ২৪ জনের স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলার পাশাপাশি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও অংশ নেবেন চান্দিমাল ও ম্যাথুসরা।
খবরে আরও বলা হয়, বাংলাদেশ সফরই হবে শ্রীলঙ্কার নতুন কোচ চণ্ডিকা হাতুরুসিংঘের প্রথম ‘অ্যাসাইনমেন্ট’। তাৎপর্যপূর্ণভাবে শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশের কোচের ভূমিকায় ছিলেন তিনি।
গুরুত্বপূর্ণ এই আসন্ন সফরের জন্যই বিরাটের রিসেপশনের জন্য আর ভারতে থাকবে না শ্রীলঙ্কা দল। জাতীয় প্রচারমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এমনই কথা জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের এককর্তা।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৭/মাহবুব