ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের সাবেক পেসার ও সাবেক কোচ ওয়াকার ইউনুস।
তিনি বলেন, যেভাবে বিরাট এগোচ্ছেন, তাতে অল্প দিনের মধ্যেই তিনি ব্যাটিংয়ের যাবতীয় বিশ্ব রেকর্ড ভেঙে দেবেন।
ওয়াকার বলেন, কোহলি এ সময়ের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার। ও যেভাবে নিজের ফিটনেস তৈরি করেছে তাতে তাঁর বিরুদ্ধে কোনও বোলারই দাঁড়াতে পারবেন না।
শচীন টেন্ডুলকার ব্রায়ান লারা বা রিকি পন্টিংয়ের মতো ব্যাটসম্যানদের সঙ্গে বিরাটের তুলনা প্রসঙ্গে ওয়াকার বলেন, তাদের বিরুদ্ধে আমি বল করেছি বহু ম্যাচে। তারা ছিলেন কিংবদন্তি। কিন্তু, বর্তমান সময়ে কোহলিই সেরা। কারণ ওর ফিটনেস ও দায়বদ্ধতা অসাধারণ। ওর ব্যাটিং দক্ষতার উন্নতি হচ্ছে।
বিডিপ্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান