জাতীয় দল থেকে দূরে থাকতে হলেও আইপিএল খেলা আটকাবে না ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকসের। অন্তত ইসিবি'র পক্ষ থেকে ছাড়পত্র পেতে অসুবিধা হবে না তার।
গত সেপ্টেম্বরে ব্রিস্টলের এক নাইটক্লাবের বাইরে পথচারীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে আপাতত ইংল্যান্ড দলের বাইরে রয়েছেন স্টোকস। অ্যাশেজের প্রাথমিক দলে নাম থাকলেও পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্টোকসকে মাঠে নামাতে রাজি নয় ইসিবি। যদিও তার বিদেশি ঘরোয়া লিগ খেলায় প্রতিবন্ধকতা নেই।
নিউজিল্যান্ডের ক্যান্টারবারির হয়ে খেলার অনুমতি চাইলে ইসিবি নো অবজেকশন সার্টিফিকেট দিতে কার্পণ্য করেনি। একই ভাবে যদি আইপিএলর জন্য স্টোকস এনওসি চায়, তবে তাও আটকাবে না বলে জানিয়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
ইসিবি'র চিফ এক্সিকিউটিভ টম হ্যারিসন এ প্রসঙ্গে বলেন, বেন নিউজিল্যান্ডে খেলতে যাওয়ার জন্য এনওসি চেয়েছিল এবং আমরা খুশি মনেই তা দিয়েছি। এটা বেন ঠিক করবে ও আইপিএল খলতে যাবে কি না। ওর আইপিএল খেলা নিয়ে নিজেদের মতামত জানাতেই পারি আমরা, তবে ওকে আটকানোর কোনও যৌক্তিকতা নেই। নিউজিল্যান্ডে খেলতে যাওয়ার জন্য যখন এনওসি দিয়েছে বোর্ড, তখন বিশ্বের অন্য কোথাও খেলতে যাওয়ার অনুমতি দেওয়া হবে না কোন যুক্তিতে।
গত আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার স্টোকস আবির্ভাব মৌসুমেই যে রকম ছাপ রেখেছেন, তাতে আসন্ন নিলামে তাকে নিয়ে আটটি ফ্র্যাঞ্চাইজির টানাটানি পড়ে যাবে নিশ্চিত। ১৪.৫ কোটি টাকায় রাইজিং পুনে সুপারজায়ান্টে যোগ দেওয়া স্টোকস ১২ ম্যাচে ৩১.৬০ গড়ে ৩১৬ রান সংগ্রহ করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৪২.৯৮। ২৬.৩৩ গড়ে ১২টি উইকেট নিয়েছিলেন তিনি। টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন স্টোকস।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৭/আরাফাত