শেষ হলো এল ক্লাসিকো। আর সেই এল ক্লাসিকোতে রিয়ালকে উড়িয়ে দিয়েই পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান অক্ষুন্ন রাখে মেসি-সুয়ারেজরা। ম্যাচ হারার মাধ্যমেই এই সিজনের লা লীগার আশাটা অনেকটা নষ্ট হয়ে গেল রিয়ালের।
তবে গতকালকের ম্যাচে রিয়াল মোটেও খারাপ খেলেনি মনে করেন রিয়ালের কোচ। রিয়ালের কোচ জিদান বলেন, আমরা বাজে খেলিনি। এই কারণে এটা আরও বেশি বেদনাদায়ক। ছেলেরা হয়তো একটি কারণেই নিজেদের মানিয়ে নিতে পারছে না।
জিদান আরও বলেন, আমরা ব্যথিত। কারণ এটা বেদনাদায়ক পরাজয়। সেই সঙ্গে এটা নিশ্চিত যে, আমরা লড়াই ছেড়ে দেব না। যতটা সম্ভব আমরা এখন বিশ্রাম নেব। আমরা এক সপ্তাহের একটা বিরতি পাব। এরপর আগের থেকে বেশি শক্তিশালী রূপে ফিরব। যাই ঘটুক, রিয়াল মাদ্রিদ কখনো হাল ছাড়ে না।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৭/আরাফাত