দুর্দান্ত ফর্মে আছে টিম ইন্ডিয়া। আর সেই ছন্দেই এবার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের স্বাদটা মিটিয়ে নিতে চান ভারতের স্ট্যান্ডবাই অধিনায়ক রোহিত শর্মা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যা ৭-৩০ মিনিট শুরু হবে সেই ম্যাচ।
এ ব্যাপারে ম্যাচের আগে রোহিত বলেন, আমার খুব বেশি শক্তি নেই। সবকিছুর তুলনায় আমি টাইমিং এর উপর বেশি নির্ভর করি। আমি জানি, আমার যেটা শক্তি, সেটাই দুর্বলতা। তাই সত্যি কথা বলতে পিচ অনুযায়ী যতটা সম্ভব খেলতে চেষ্টা করি।
ভারতের স্ট্যান্ডবাই অধিনায়ক হোলকার স্টেডিয়ামের ওই ইনিংসে ৪৩ বলে ১১৮ রান করে থেমেছিলেন। এদিন তার ইনিংসে ছিল ১০ টি ছক্কা। এদিকে ছক্কার সংখ্যা এ বছর আরও কয়েকটি বাড়িয়ে নিতে পারেন। কারণ আরও একটি টি-টোয়েন্টি ম্যাচ বাকি আছে টিম ইন্ডিয়ার।
এদিকে, ওই ইনিংসে এবি ডিভিলিয়ার্সের একটি রেকর্ড ভেঙেছেন হিটম্যান। এক ক্যালেন্ডার ইয়ারে ডিভিলিয়ার্সের সবচেয়ে বেশি ছক্কার নজির ছিল। সেটি ভেঙে দেন রোহিত। এ বছরে রোহিত ছয় মেরেছেন মোট ৬৪টি। এর আগে এক বছরে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ছিল এ বি ডিভিলিয়ার্সের। তার ছিল ৬৩ টি ছক্কা।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ