আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরার নৈপুণ্যে ঘরের মাঠে বোর্নমাউথকে হেসে খেলে হারাল ম্যানচেস্টার সিটি। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ৪-০ গোলে জিতেছে সিটিজেনরা। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি আরও সুসংহত করল পেপ গুয়ার্দিওলার শিষ্যরা।
এদিন দুইবার বোর্নমাউথের জালে বল পাঠিয়েছেন অ্যাগুয়েরা। আর বাকি দুটি গোল এসেছে রাহিম স্টার্লিং ও দানিলোর পা থেকে।
ইতিহাদ স্টেডিয়ামে শুরুতে তেমন একটা সুবিধা করতে পারেনি ম্যানসিটি। একটু এলোমেলো শুরু করা সিটি ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয়। বল ধরে রেখে ছোট ছোট পাসে একের পর এক আক্রমণ গড়ে। ২৭তম মিনিটে প্রথম গোলের দেখা পায় সিটি। ফের্নান্দিনিয়োর ক্রসে সামনের দিকে ঝাঁপিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন আগুয়েরো।
দ্বিতীয়ার্ধের শুরুতে চমৎকার এক দলীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেন স্টার্লিং। ৫৩তম মিনিটে দাভিদ সিলভা বল বাড়ান আগুয়েরোকে। ছন্দে থাকা স্ট্রাইকারের ফ্লিক খুঁজে পায় স্টার্লিংকে। বাকিটা সহজেই সারেন ইংলিশ এই ফরোয়ার্ড। ৭৯তম মিনিটে ব্যবধান আরও বাড়ান আগুয়েরো। বের্নান্দো সিলভার ক্রসে বোর্নমাউথের দুই খেলোয়াড়ের মাঝ থেকে লাফিয়ে দারুণ হেডে বল জালে পাঠান ছন্দে থাকা এই স্ট্রাইকার।
৮২তম মিনিটে মাঠে নামার তিন মিনিটের মধ্যে জালের দেখা পেয়ে যান দানিলো। স্টার্লিংয়ের ডিফেন্স চেরা পাস থেকে বেগোভিচকে পরাস্ত করেন ব্রাজিলের এই ডিফেন্ডার। এটি চলতি বছরে লিগে সিটির ১০১তম গোল।
এই জয়ে ১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে সবার ওপরে রয়েছে সিটি। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪১। শনিবারের অন্য ম্যাচে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করা চেলসি ৩৯ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
বিডিপ্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান