জানুয়ারি-ফেব্রুয়ারি এই দুই মাসে দুটি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর মধ্যে একটি ত্রিদেশীয় সিরিজ অপরটি শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ। আর এ জন্য ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সেই দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন বিপিএলে ভাল খেলা আরিফুল হক ও এনসিএলে ভাল খেলা এনামুল হক বিজয়। এছাড়া বিপিএলে দারুণ বোলিং করা ডানহাতি পেসার আবু জায়েদ অলরাউন্ডার মেহেদি হাসান ও টপ অর্ডার ব্যাটসম্যান সাদমান ইসলামও জায়গা পেয়েছেন।
এনসিএলে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকানো এনামুল হক পেয়েছেন প্রত্যাশিত ডাক। এনসিএলের শেষ রাউন্ডে ১৯৪ রানের দারুণ ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত আছেন প্রাথমিক দলে।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, আনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, সাদমান ইসলাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আবু হায়দার, আবু জায়েদ, শুভাশীষ রায়, রুবেল হোসেন, আবুল হাসান, কামরুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, সানজামুল ইসলাম, আরিফুল হক, মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
বিডিপ্রতিদিন/ ২৩ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান