দুর্দান্ত ফর্মে লিওনেল মেসি। মৌসুমে বার্সেলোনার সঙ্গে পাল্লা দিয়ে ছুটছেন ফুটবল কিং লিওনেল। মেসির ক্ষেত্রে একটা রেওয়াজ আছে, মেসি পেনাল্টি মিস করেন। কিন্তু আজ আর তা করেননি। গোল করলেন এবং তৈরি করলেন আরেকটি মাইলফলক।
শনিবার এল ক্লাসিকোতে গোলের মধ্যে দিয়ে ছয় বছর ৫০ বা তার অধিক গোল করার কীর্তি গড়েন মেসি।
জাতীয় দলের হয়ে ৪টি, স্প্যানিশ সুপার কাপে ১টি, লা লিগায় ৪০টি, চ্যাম্পিয়ন লিগে ৪টি এবং কোপা ডেল রে'তে করেন ৫ গোল। ২০১৭ সালেই গোলগুলো করেন মেসি।
এল ক্লাসিকোতে আজকের গোল নিয়ে মেসির গোল ২৫টি। রিয়ালের মাঠে ১৫ গোল আর বাকি ১০টি ঘরের মাঠে।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/আরাফাত