এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানের নাম রোহিত শর্মা। একের পর এক রেকর্ড গড়ে চলেছেন রোহিত শর্মা। ২২ গজে গেলেই ব্যাট হাতে শতরান, দ্বিশতরান করে ফেলছেন।
ইন্দোরে শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ৩৫ বলে শতরান করে ছুঁয়েছেন ডেভিড মিলারকে। এক বছরে সর্বাধিক ছয় মারার হিসেবে টপকে গেছেন দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্সকে। রোহিতের প্রশংসায় পঞ্চমুখ সবাই।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা রোহিতের সঙ্গে বিলাসবহুল গাড়ি রোলস রয়েসের তুলনা করে বলেছেন, ‘রোলস রয়েসে যেমন আরামে বসা যায়। খুব দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া যায়। রোহিতের ব্যাটিংও তেমন। দেখে মনে হয়, শট মারতে কোনও কষ্টই হয় না। দ্রুত রান করে যায়।’
রামিজের এই টুইটের পর পাকিস্তানি ভক্তরাও রোহিতের প্রশংসায় পঞ্চমুখ। একজন বলেছেন, ‘আইপিএলের শুরুর দিকে রামিজ রাজাই রোহিতের ট্যালেন্টের কথা বলেছিলেন। তা আজ প্রমাণ হয়ে গেল।’
অপর একজন বলে গেলেন, ‘দুরন্ত ইনিংসের জন্য রোহিত শর্মাকে অভিনন্দন।’ আর এক ভক্ত বললেন, ‘একাই ম্যাচটা নিয়ে চলে গেল রোহিত।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর