ভারতের সামনে এখন দক্ষিণ আফ্রিকা সফর। মাঠে প্রোটিয়া কোন রকমের ছাড় দিতে চায় না টিম ইন্ডিয়া। তাই ডি ভিলিয়ার্স, ডি ককদের জন্য নতুন ছক কষছেন অশ্বিন।
আসন্ন দক্ষিণ আফ্রিকা টেস্টে সিরিজে অফ স্পিনের পাশাপাশি লেগ স্পিনও করতে দেখা যাবে দেশের এক নম্বর স্পিনারকে। গত চার মাস ধরেই নেটে লেগ স্পিনের চর্চা করছেন প্রাক্তন এই বিশ্বসেরা বোলার। ইতিমধ্যেই প্রাক্তন ভারতীয় কোচ ও কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলের থেকেও টিপস নিয়েছেন অ্যাশ।
চিন্নাস্বামীর বাইশ গজে ভি এ পার্থসারথী মেমোরিয়াল ট্রফির ম্যাচে লেগ স্পিনার হিসেবেই পাওয়া গেল অশ্বিনকে। প্রথম তিন ওভার অফ স্পিন করার পরই ধরণ পাল্টে লেগ স্পিন করেন ভারতীয় অলরাউন্ডার। নয় ওভার হাত ঘুড়িয়ে ৪৭ রান খরচ করলেও পেয়েছেন দু’উইকেট। দশ ওভারের স্পেলে ৬ ওভারেরও বেশী লেগ স্পিন করতে দেখা গেছে দক্ষিণী স্পিনারকে।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ