রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া বলেছেন, এর মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে ইতালির বিপক্ষে। আগামী মার্চে ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
গত অক্টোবরে ই্কুয়েডরের বিপক্ষে লিওনেল মেসির হ্যাটিট্রিকে ভর করে বিশ্বকাপ নিশ্চিত করে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে তারা খেলবে ক্রোয়েশিয়া, নাইজেরিয়া ও আইসল্যান্ডের বিপক্ষে। ১৬ জুন আইসল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। সূত্র : ইএসপিএন
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৭/ফারজানা