উগান্ডা ক্রিকেট অ্যাসেসিয়েশন আয়োজিত টি-২০ লিগ খেলতে কাম্পালায় পাড়ি জমান পাকিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাঈদ আজমল, ইয়াসির হামিদ এবং ইমরান ফরহাদ। তবে পারিশ্রমিক জটিলতায় উগান্ডায় যেয়ে বেশ বিপাকে পড়েছেন পাকিস্তানের সাবেক এই তিন তারকা ক্রিকেটার।
জানা গেছে, স্পন্সর কোম্পানি অর্থায়নের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ানোর ফলে লিগটি আর শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি। তবে লিগ বাতিল হলেও পাকিস্তানের ক্রিকেটাররা তাদের চুক্তির ৫০ শতাংশ অর্থ দাবি করেন। তবে আয়োজকরা কোনো অর্থ দিতে অপরাগতা প্রকাশ করলে দেশে ফিরতে মহা বিপত্তিতে পড়েন তিন ক্রিকেটার।
এ প্রসঙ্গে পিসিবি জানিয়েছে, আইসিসি আনুমোদিত বলে তারা অ্যাফ্রো টি-২০ লিগে আমন্ত্রণপ্রাপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিয়েছেন। আয়োজনে এমন ত্রুটির জন্য তারা আইসিসি দ্বারস্থ হবেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর