শুক্রবার এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল এমিরেটস স্টেডিয়াম! দ্য গার্নাস ও দ্য রেডসের ৬ গোলের থ্রিলার শেষ হল ড্র দিয়ে। পিছিয়ে থেকেও মাত্র পাঁচ মিনিটে মেসুত ওজিলদের তিন গোলের নাটকীয় লড়াইয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল আর্সেনাল। কিন্তু ৭১ মিনিটে রর্বাতো ফিরমিনোর গোলে লিগের শেষ ১০টি ম্যাচে অপরাজিত থাকল লিভারপুল।
আর্সেনালের মাঠে দুই গোলে এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল লিভারপুল। কিন্তু আর্সেন ওয়েঙ্গারের দলের স্বপ্নের প্রত্যাবর্তনে অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া হয়নি দ্য রেডসের। রোমাঞ্চে ভরা ইংলিশ প্রিমিয়র লিগে বড় দুই দলের লড়াই শেষ পর্যন্ত ড্র হয়। ম্যাচের ফল ৩-৩।
২৬ মিনিটে ফিলিপে কৌটিনহোর গোলে এগিয়ে যায় লিভারপুর। প্রথমার্ধে ১-০ এগিয়ে থেকেই মাঠ ছাড়ে দ্য রেডস। দ্বিতীয়ার্ধের শুরুতে অর্থাৎ ৫২ মিনিটে সালাহর গোলে ব্যবধান বাড়ায় লিভারপুল। কিন্তু পরক্ষণেই (৫৩ মিনিটে) স্যাঞ্চেসের গোলে ব্যবধান কমায় আর্সেনাল। শুধু তাই নয়, স্বপ্নের প্রত্যাবর্তন ঘটায় ওয়েঙ্গারের ছেলেরা।
দুই গোলে পিছিয়ে থেকে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে তিনবার বল জড়িয়ে এগিয়েও যায় আর্সেনাল। দ্য গার্নাসের হয়ে পরের গোল দু'টি করেন জাকা (৫৬ মিনিটে) এবং ওজিল (৫৮মিনিটে)।
পর পর তিন গোল করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে আর্সেনাল। কিন্তু নাটকীয়তা তখনও বাকি ছিল। ৭১ মিনিটে কানের বাড়ানো বল ধরে জোরালো শটে দলকে সমতায় ফেরান ফিরমিনো। এই ড্রয়ের পর ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল। আর এক পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল। ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যাঞ্চেস্টার সিটি। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আর ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/আরাফাত