বিয়েটা তাদের শুরুতে ওপেন সিক্রেটই ছিল। সবার অলক্ষ্যে বিয়ে করার জন্য বর-কনে পাড়ি দিয়েছিলেন সুদূর ইতালিতে। গত ১১ ডিসেম্বর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতেই হইচই পড়ে যায় গোটা ভারতজুড়ে।
বিরাট-অনুশকার বিয়ে যে এবছরের সবচেয়ে 'হাইভোল্টেজ' বিয়ে ছিল, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। বিয়ে যেন ঠিক সিনেমার মতোই ছিল। তবে ইতালিতে বিয়ে করলেও দেশে ফিরে দিল্লি এবং মুম্বাই দুই শহরেই রিসেপশন পার্টির আয়োজন করেছেন বিরটরা। বৃহস্পতিবার দিল্লির একটি পাঁচতারা হোটেলে আয়োজিত সেই রিসেপশন পার্টির বেশ কিছু ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তার মধ্যে একটি অবশ্যই শিখর ধাওয়ানের ছেলের। ছবিতে দেখা যাচ্ছে রিসেপশনের অনুষ্ঠানে অনুশকা শর্মার কোলে ঘুমিয়েই পড়েছেন শিখরের ছেলে জোরাবর ধাওয়ান।
বিশ্বের দ্বিতীয় দামি রিসোর্ট ইতালির টাসকানি রিসোর্টে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল বিরাট-অনুশকার। বিয়েতে পরিবারের লোকজন ও কাছে বন্ধুবান্ধবরা ছাড়া বিশেষ কেউ গিয়ে উঠতে পারেননি। বৃহস্পতিবার এবং আগামী ২৬ তারিখ মুম্বাইতে রিসেপশন পার্টি তাই সেলেব্রিটিদের ভিড়ে জমজমাট হবে, সেটাই স্বাভাবিক।
বৃহস্পতিবার রিসেপশন পার্টিতে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। কিন্তু সবার নজর কাড়ল শিখর ধাওয়ানের ছেলেই। বিয়েতে এটাই হয়তো সবচেয়ে 'কিউট মোমেন্ট।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/আরাফাত