বিরাট কোহলি আর অনুশকা শর্মার চার বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। চলতি মাসের ১১ তারিখ মহা ধুমধাম করে বিয়ে হয়েছে কোহলি আর অনুশকার।
দিল্লিতে রিসেপশন হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত হয়েছিলেন তারকার মেলায়। মুম্বাইয়ে আরও একটি রিসেপশনের আয়োজন করবেন কোহলি। এখন কোহলি সম্পর্কে পত্রপত্রিকায় প্রায় নিত্যদিনই নতুন নতুন খবর প্রকাশিত হচ্ছে।
এক সর্বভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রথমবার কোহলি পাঁচ মিনিটের জন্য ডেটিং করেছিলেন একটি মেয়ের সঙ্গে। সেই মেয়েটি অবশ্য অখ্যাত, অনামী। তখনও অবশ্য কোহলির জীবনে আসেননি অনুশকা। ভারত অধিনায়কও তখন তারকা হননি। এক আইপিএল চলাকালে কোহলি তার প্রথম ডেটিং নিয়ে মজাদার কাহিনী শুনিয়েছিলেন সাংবাদিককে।
কোহলি আরও বলেছিলেন, মাত্র পাঁচ মিনিট ডেটিং করেছিলাম একটি মেয়ের সঙ্গে। সেই মেয়েটির সঙ্গে মাত্র পাঁচ মিনিট কথাবার্তা বলেই পালিয়ে গিয়েছিলেন ভারত অধিনায়ক।
কিন্তু কেন পালিয়ে গিয়েছিলেন কোহলি? সেই রহস্যও ফাঁস করেছিলেন কোহলি। যে মেয়েটির সঙ্গে প্রথম বার ডেটিং করতে গিয়েছিলেন কোহলি, সেই মেয়েটি সুন্দরী ছিলেন না। রূপে কোহলিকে ভোলাতে পারেননি মেয়েটি। তাই প্রথম দর্শনেই কোহলি নিজের জীবন থেকে 'আউট' করে দিয়েছিলেন সেই মেয়েটিকে। সেই ডেটিং প্রসঙ্গে বলতে গিয়ে প্রায় হেসেই ফেলেছিলেন কোহলি।
সেই সব ঘটনা এখন অতীত হয়ে গেলেও খবর প্রকাশে কোনও বাধা নেই! সর্বভারতীয় স্তরের বিভিন্ন সংবাদ মাধ্যমে কোহলির জীবন নিয়ে প্রতিদিনই নিয়ম করে প্রকাশিত হচ্ছে মুখরোচক সব খবর।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/আরাফাত