দক্ষিণ আফ্রিকা সফরে পাঁচ পেসার নিয়ে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে ভারত। বিরাটের দলে রয়েছে এই মুহূর্তে দেশের সেরা পেস অ্যাটাক (ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত কুমার)। এমনটাই জানালেন নির্বাচন কমিটির চেয়ারম্যান এমকে প্রসাদ।
ইডেনে কর্নাটক-বিদর্ভের রঞ্জি সেমিফাইনাল শেষে প্রসাদ সাংবাদিকদের জানান, ‘দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ নিয়ে কিছু বলব না। তবে প্রোটিয়া সফরে আমাদের সেরা বোলিং আক্রমণ। উমেশ, শামি ১৪০ কিমি/ঘণ্টায় বল করতে পারে। একই সঙ্গে সুইংও। ভুবি দু’দিকেই সুইং করাতে পারে। সেই সঙ্গে রয়েছে বুমরাহ ও ইশান্ত। প্রয়োজনে হার্দিক পান্ডিয়াও হাত ঘোরাতে পারবে। সুতরাং প্রোটিয়া সফরে আমাদের হাতে পাঁচ ধরনের বোলার রয়েছে।’
প্রসঙ্গত, গত ২৬ বছরে প্রোটিয়া সফরে কোনো টেস্ট সিরিজ জেতেনি ভারত।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ