বিরাট-আনুশকা কেন ভারতের বাইরে গিয়ে বিয়ে করলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এই প্রসঙ্গে জবাব দেওয়ারও প্রয়োজন মনে করেননি এই তারকা যুগল। কিন্তু তাদের হয়ে জবাব দিলেন গৌতম গম্ভীর।
কিছুদিন আগেই বিরাট-আনুশকার ইতালিতে বিয়ে করা নিয়ে ক্ষোভ দেখিয়েছিলেন এক বিজেপি নেতা। সম্প্রতি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সুর চড়ালেন গম্ভীর। এদিন গম্ভীর বলেন, ‘‘এটা ওদের ব্যাক্তিগত বিষয় এবং পছন্দ। আর কেউ এ নিয়ে মন্তব্য দিতে পারে না। রাজনীতিকদের এ রকম মন্তব্য করার আগে আরও সতর্ক হওয়া উচিত।’’
বিজেপি নেতার একহাত নেওয়ার পর ক্রিকেটার বিরাটকেও শুভেচ্ছা জানিয়েছেন গম্ভীর। তিনি বলেন, ‘‘রান করে যাও, যেটার উপর তোমার নিয়ন্ত্রণ রয়েছে। তোমার হাতে যা নেই তার উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না। একটাই কাজ করতে পার, ব্যাট হাতে মাঠে নেমে যত সম্ভব রান করে যেতে পার।’’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর