পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার উইনুস '১০ ওভারের টেস্ট ক্রিকেট' চান! সম্প্রতি 'টেস্ট ক্রিকেট' ইস্যুতে ক্রিকেটাঙ্গণে দু'রকম মত লক্ষণীয়। এক অংশ চায় টেস্ট ক্রিকেটের সময় কিছুটা কমিয়ে আনা। আর অন্য দল চায় ফরম্যাটটির শতবর্ষের ঐতিহ্য ধরে রাখা।
বিস্তর আলোচনা-সমালোচনার মাঝেই আইসিসি প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে ৪ দিনের টেস্টের অনুমোদন দিয়েছে। তবে এই দু'দলের বাইরে গিয়ে টেস্ট ক্রিকেট নিয়ে অদ্ভুত এক মন্তব্য করলেন ওয়াকার ইউনুস। সাবেক মতে, টেস্ট ক্রিকেট ৯০ ওভারের নয়; হওয়া উচিত ১০ ওভারের!
ইতিমধ্যেই ওয়াকার ইউনুসের এই মন্তব্য নিয়ে সোশ্যাল সাইটে হাসাহাসি চলছে। যেখনে টি-টোয়েন্টি ক্রিকেট ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, আনুষ্ঠানিক স্বীকৃতি না পেলেও টি-টেন টুর্নামেন্ট হচ্ছে, সেখানে ১০ ওভারের টেস্ট খেলার প্রস্তাবের মানে কী? টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করতে চারদিনের পাশাপাশি দিবা-রাত্রির ম্যাচও হচ্ছে। তার মাঝে ওয়াকারের এই মন্তব্য আজগুবি ছাড়া আর কী?
সম্প্রতি এক টুইট বার্তায় ওয়াকার লিখেছেন, '১০ ওভার করে দুই ইনিংস। এর মধ্যেই লিড কিংবা ফলোঅনের মতো ব্যাপারগুলো হবে। নতুনত্ব এবং পরিবর্তনই এই যুগে এগিয়ে যাওয়ার উপায়। ভেবে দেখুন...। '
যারা টেস্ট ক্রিকেটকে ভালোবাসেন, ধুম ধারাক্কা ক্রিকেটের বাইরে শৈল্পিক ক্রিকেট পছন্দ করেন তার ওয়াকারকে ধুয়ে দিচ্ছেন। এছাড়া সাধারণ ক্রিকেটপ্রেমীরা ট্রল চালিয়ে যাচ্ছেন রীতিমত। ওয়াকারের এই আজগুবি প্রস্তাব বুঝতে তো আর বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই...।
উল্লেখ্য,পাকিস্তান দলের সাবেক এই অধিনায়ক ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি পাক দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার