ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে দারুণ এক সময় পার করছে রিয়াল মাদ্রিদ। তবে এল ক্লাসিকোকে জিনেদিন জিদানের দলের সামনে এবার বার্সেলোনা। আর এই ম্যাচে কোনো রকমের ছড় দিতে নারাজ রিয়াল। তাই প্রস্তুতিতেও কোনো ঘাটতি রাখতে চাইছে না দলটি।
তবে হাইভোল্টেজ এই ম্যাচের তিনদিন আগেও স্কোয়াডের সঙ্গে অনুশীলনে ফেরেননি ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার স্কোয়াডের বাইরে একাই অনুশীলন করেছেন রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ ফরোয়ার্ড। এর আগে মঙ্গলবারও রোনালদো ও করিম বেনজেমা স্কোয়াডের বাইরে একা অনুশীলনে অংশ নেন।
এর আগে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে সামান্য চোট পান রোনালদো। সেই চোট এখনও পুরোপুরি সেরে উঠেনি।আর সেই কারণেই স্কোয়াডের সঙ্গে যোগ না দিয়ে একা নিবিড় অনুশীলন করেন সিআর সেভেন।
শিরোপার রেসে টিকে থাকতে হলে শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে জয়ের বিকল্প নেই রিয়ালের। অন্যদিকে, রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে লা লিগার শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে বার্সেলোনা। বর্তমানে এক ম্যাচ কম খেলে বার্সার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে জিনেদিন জিদানের দল।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ