বাংলাদেশ যুব গেমস ২০১৮-এর অনূর্ধ্ব-১৭ (তরুণ) আন্ত:উপজেলা কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় বোচাগঞ্জের বিপক্ষে ৭৬-২১ পয়েন্টে বিজয়ী হয়েছে খানসামা উপজেলা। উদ্বোধনী দিনে ১০টি উপজেলার অংশগ্রহণে ৫টি খেলা অনুষ্ঠিত হয়।
খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, আনোয়ারুল ইসলাম, রেফারি জিয়াউর রহমান, এনামুল হক, আনোয়ারুল হক, হামিদুর রহমান, মহসীন আলী।
বুধবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর স্পোর্টস ভিলেজের কাবাডি মাঠে খেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সদস্য আহমেদুর রহমান বাবলু।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তত্ত্বাবধানে ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনাজপুরে খেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
বুধবার দিনাজপুর জিমন্যাসিয়ামে উদ্বোধন হওয়া অনূর্ধ্ব-১৭ ব্যাডমিন্টন আন্ত:উপজেলা প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় তরুনী একক বিভাগে কাহারোলের রাইসাকে পরাজিত করে সদর উপজেলার বৃথা চ্যাম্পিয়ন হয়েছে। দ্বৈতে কাহারোল উপজেলার রাইসা ও হিমুকে পরাজিত করে সদর উপজেলার বৃথা ও অনামিকা জুটি চ্যাম্পিয়ন হয়েছে।
তরুণ এককে বোচাগঞ্জ উপজেলার সায়মনকে পরাজিত করে সদর উপজেলার শান্ত চ্যাম্পিয়ন হয়েছে। দ্বৈতে বিরামপুর উপজেলার প্রতিক ও পর্বকে পরাজিত করে সদর উপজেলার সায়মন ও শান্ত জুটি চ্যাম্পিয়ন হয়েছে। চূড়ান্ত ব্যাডমিন্টন খেলা পরিচালনা করেন দিনাজপুর রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় অন্যান্যদের মধ্যে ঢাকা বিকেএসপির পরিচালক শামিমা সাত্তার মিমু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, আনিস হোসেন দুলাল, মিজানুর রহমান পাটোয়ারী বাবুসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ-খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর থেকে 'বাংলাদেশ যুব গেমস-এর দিনাজপুরে অনূর্ধ্ব-১৭' এর প্রথম রাউন্ডে দলীয় পর্যায়ে হকি, ব্যাডমিন্টন, কাবাডি ও একক পর্যায়ে বক্সিং, কুস্তি, তায়কোয়ান্ডো, শুটিং অনুষ্ঠিত হচ্ছে। এতে দিনাজপুর জেলার ১৩টি উপজেলা অংশগ্রহণ করেছে।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৭/ফারজানা