বক্সিং ডে টেস্টে আজহার আলীর ডাবল সেঞ্চুরির সুবাদে বেশ সুবিধাজনক অবস্থানে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ৯ উইকেটে ৪৪৩ রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করেছে সফরকারীরা। ২০৫ রানে অপরাজিত ছিলেন আজহার আলী। আর এই রানের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় ঢুকে গেছেন লাহোরের এই ব্যাটসম্যান। মেলবোর্নের মাটিতে তিনিই প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান, যিনি ডাবল সেঞ্চুরির দেখা পেলেন।
দ্বিতীয় দিনের শেষে পাকিস্তানের রান ছিল ৩১০/৬। ১৩৯ রানে অপরাজিত ছিলেন আজহার। বুধবার শুরুতেই ফিরে যান আগের দিনের অপর অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ আমির (২৯)। এরপর অষ্টম উইকেটে জুটি বাঁধেন আজহার আলী ও সোহেল খান। এই জুটিতে ওঠে ১১৮ রান। ৬৫ রানে রান আউটের শিকার হয়ে ফিরে যান সোহেল খান। তারপরই দ্বিশতরান করেন আজহার।
অক্টোবরে দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ৩০২ রান। সেটিই তার সর্বোচ্চ রান। মেলবোর্নের মাটিতে তিনিই প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান যিনি দ্বিশতরান করলেন। বিদেশিদের মধ্যে মেলবোর্নে সর্বাধিক রান করেছেন ভিভ রিচার্ডস। সেই রান থেকে আর তিন রান দূরে ছিলেন আজহার। সেই সময় পাকিস্তান ইনিংসের সমাপ্তি ঘোষণা করল। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে হ্যাজলউড ও বার্ড নিলেন তিনটি করে উইকেট।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব