নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং করার সময় বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মুশফিকুর রহিম। তাই দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিম খেলতে পারবেন কি না তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ৪৮ ঘণ্টার আগে বোঝাও যাবে না তার প্রকৃত অবস্থা।
যদি মুশফিক শেষ পর্যন্ত খেলতে না পারলে দলে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে। দলীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে এই তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এজন্য সোমবারই ঢাকা থেকে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে উড়িয়ে নেয়া হয়েছে। তবে মুশফিকের পায়ে স্ক্যান করানো হবে। তার পরই বোঝা যাবে আগামী বৃহস্পতিবারের ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কি না।
এছাড়া দলে খুব একটা পরিবর্তন আনার সম্ভাবনা নেই। তবে দ্বিতীয় ওয়ানডের একাদশে সৌম্য সরকার জায়গা পাবেন কি না, তা নিয়ে চলছে জোর আলোচনা। বাজে ফর্মের কারণে তাকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তারপরও দলে সুযোগ দেওয়া হচ্ছে এই ব্যাটসম্যানকে।
২৯ ডিসেম্বর নেলসনে দ্বিতীয় ওয়ানডে। একই ভেন্যুতে কিউইদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে হবে ৩১ ডিসেম্বর।
বিডি-প্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৬