অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের বিচারে স্টিভ স্মিথকে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি। চলতি বছরের বর্ষসেরা একদিনের দল নির্বাচন করতে যেয়ে কোহলির হাতে দলের নেতৃত্বের দায়িত্ব তুলে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে আইসিসি এরর নির্বাচিত বর্ষসেরা দলেও অধিনায়ক করা হয় কোহলিকে।
চলতি বছর ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদেই এই স্বীকৃতি দেয়া হল কোহলিকে। এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২০১৬ সালে মাত্র দশটি একদিনের ম্যাচ খেলেছে বিরাট। গড় ৯০–এর ওপর। সঙ্গে রান তাড়া করে জয় ছিনিয়ে নেওয়ার দুর্দান্ত রেকর্ড। আরও একবার প্রমাণ হল একদিনের ফরম্যাটে ও সেরা।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচিত দলে কোহলি ছাড়াও দ্বিতীয় ভারতীয় হিসেবে সুযোগ পেয়েছেন জসপ্রীত বুমরাহ। এছাড়া নির্বাচিত একাদশে অস্ট্রেলিয়ার পাঁচ, দক্ষিণ আফ্রিকার দুই এবং ইংল্যান্ড ও পাকিস্তানের একজন করে সুযোগ পেয়েছেন।
নির্বাচিত দল: বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, জন হেস্টিংস, মিচেল স্টার্ক, কুইন্টন ডি’কক, জোস বাটলার, ইমরান তাহির, জসপ্রীত বুমরাহ, বাবর আজম।
বিডি-প্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১১