সুরঙ্গা লাকমলের ক্যারিয়ার সেরা বোলিংয়ে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় দিনে ১৯ রানের মধ্যেই দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দেয় অতিথিরা। কিন্তু দিন শেষে এখন চাপে আছে তারাই। বোলিং সহায়ক উইকেটে ভার্নন ফিল্যান্ডার-কাইল অ্যাবটরা লিড নেওয়ার আশা দেখাচ্ছে দলকে।
আলোর স্বল্পতার জন্য আগেভাগেই দিনের খেলা শেষ হয়ে যায়। দিন শেষে ৭ উইকেটে ১৮১ রান করেছে শ্রীলঙ্কা। ধনাঞ্জয়া ডি সিলভা ৪৩ ও দুশমন্থ চামিরা ৭ রানে ব্যাট করছেন।
এখনও ১০৫ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। ব্যবধান যতটা সম্ভব কমিয়ে আনতে ডি সিলভার দিকে তাকিয়ে তারা। ৩৫ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ফিল্যান্ডার। আরেক পেসার অ্যাবট ২ উইকেট নেন ৪৯ রানে।
সেন্ট জর্জেস পার্কে ৬ উইকেটে ২৬৭ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের প্রথম ঘণ্টাও টিকেনি স্বাগতিকদের ইনিংস, শেষ ৪ উইকেট হারায় ৮.৫ ওভারে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৯৮.৫ ওভারে ২৮৬ (কুক ৫৯, এলগার ৪৫, আমলা ২০, দুমিনি ৬৩, দু প্লেসি ৩৭, বাভুমা ৩, ডি কক ৩৭, ফিল্যান্ডার ১৩, মহরাজ ০, অ্যাবট ০, রাবাদা ০*; লাকমল ৫/৬৩, প্রদিপ ২/৬৬, ম্যাথিউস ০/২৬, চামিরা ০/৬৮, হেরাথ ২/৪৮, ডি সিলভা ০/১২)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫৭ ওভারে ১৮১/৭ (করুনারত্নে ৫, সিলভা ১৬, পেরেরা ৭, মেন্ডিস ০, ম্যাথিউস ৩৯, চান্দিমাল ২৮, ডি সিলভা ৪৩*, হেরাথ ২৪, চামিরা ৭*; ফিল্যান্ডার ৩/৩৫, অ্যাবট ২/৪৯, রাবাদা ১/৬৩, মহরাজ ১/৩০)
বিডি-প্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৪