চোখে অস্ত্রোপচার শেষে চলতি সপ্তাহেই মাঠে ফিরলেও বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে খেলতে পারছেন না নিউজিল্যান্ডের রস চেইলর। আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ডের প্রথম শ্রেণীর টুর্নামেন্টে অকল্যান্ডের বিপক্ষে সেন্ট্রালের হয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরছেন কিউই ব্যাটসম্যান।
তবে অস্ত্রোপচারের কারণে বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের আগে অস্ট্রেলিয়ার মাটিতে চ্যাপেল-হ্যাডলি ওয়ানডে সিরিজেও নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামতে পারেননি এ অভিজ্ঞ ব্যাটসম্যান। যেখানে ৩-০ ব্যাবধানে হোয়াইটওয়াশ হওয়া কিউইরা টেলরের অভাব বেশ ভালোভাবে বুঝতে পেরেছে।
নিজ মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর সমস্যার কারণে চোখে অস্ত্রোপচার করান টেইলর। তার পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে নিউজিল্যান্ড দলে ডাকা হয়েছে টম ব্রুসকে।
হ্যামিলটনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নিজের শেষ অপরাজিত সেঞ্চুরি হাকানো টেইলর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেই আবারো মাঠে ফিরছেন। ওয়েলিংটনে ১২ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম