ছোট পোশাকের কারণে কয়েক বছর আগে এ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল টেনিস তারকা সানিয়া মির্জাকে। এবার ভারতের ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামির স্ত্রীকে নিয়ে তুলকালাম সোশ্যাল মিডিয়ায়। ২৩ ডিসেম্বর ফেসবুকে পরিবারের একটি ছবি পোস্ট করেন ক্রিকেটার মোহাম্মদ শামি। স্ত্রী হাসিন জাহান এবং কন্যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশি কিছু ছবি পোস্ট করেন তিনি। মুহূর্তের মধ্যে সে সব ছবি ভাইরাল হয়ে ওঠে।
ফেসবুকে নানা কটূক্তি এবং অশ্লীল ভাষায় হাসিন জাহানের পোশাক নিয়ে মন্তব্য শুরু হয়। ইসলাম ধর্মাম্বলী হয়েও হাসিন জাহান হিজাব ছাড়া ‘খোলামেলা’ পোশাকে কেন? এমন নানা প্রশ্ন ও কূটক্তির বন্যা বইছে মোহাম্মদ শামির ফেসবুক ওয়ালে। তবে তিনিও ছাড়ার পাত্র নন। ওই সব মন্তব্যের জবাব দেন পেসার শামি। ট্যুইটে তিনি জানান, “এটা আমাদের জীবন। আমরা কী করব, কী করব না এটা ভাল ভাবে জানি। আমরা কতটা ভাল, তা নিজের ভিতরে খুঁজে দেখা উচিত।”
ফেসবুক এবং টুইটারে যেমন একাংশের মানুষ সমালোচনা করছেন, ঠিক তেমনই পাল্টা জবাব দিয়েছেন শামি ভক্তরাও। মোহাম্মদ শামির পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার মোহাম্মদ কাইফও। তিনি ট্যুইট করে জানান, দেশে অনেক বড় বড় ইস্যু হয়েছে। সে সব আলোচনা ছেড়ে এমন মন্তব্য সত্যিই লজ্জাজনক।
সদ্য শেষ হওয়া ইংল্যান্ড টেস্ট সিরিজে চোটের কারণে জায়গা হয়নি এই ভারতীয় পেসারের। বাঁ হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় আসন্ন ওয়ান ডে-তেও অনিশ্চিয়তা বলে শোনা যাচ্ছে। আগামী ১৫ জানুয়ারি থেকে ভারত তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল