নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজাকে ম্যাচ ফির ২০ শতাংশ এবং বাকি খেলোয়াড়দের ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
সোমবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হারে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৩৪১ রান করে নিউজিল্যান্ড। ৫০ ওভার করার জন্য নির্ধারিত সময়ের পর এক ওভার বাকি থাকায় আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৫.১ ধারা অনুযায়ী এ শাস্তি দেয়া হয় মাশরাফি বাহিনীকে।
ম্যাচে অতিরিক্ত সময় নেয়ার কারণে বাংলাদেশ দলের উপর অভিযোগ আনেন দুই ফিল্ড আম্পায়ার ওয়াইন নাইটস ও চেত্তিহদি সামসুদ্দিন, তৃতীয় আম্পায়ার পল রাইফেল এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন।
ম্যাচ শেষে শুনানির জন্য মাশরাফিকে ডেকে নেন ম্যাচ রেফারী ক্রিস ব্রড। মাশরাফি নিজের দোষ শিকার করে নেয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ