বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৪ এর খোঁজে পঞ্চগড়ে সোমবার থেকে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৬-১৭। সকালে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল।
উত্তরবঙ্গের চারটি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা। এর পরে মুখোমুখি হবে নীলফামারী ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা।
পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, পৌর মেয়র তৌহিদুল ইসলাম প্রমুখ ।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা