নিউজিল্যান্ডের দেওয়া ৩৪২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। তবে আশার প্রতীক হয়ে ক্রিজে এখনও টিকে আছেন আরেক ওপেনার তামিম ইকবাল (২২)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশে সংগ্রহ ১২.৩ ওভারে ৫১ রান।
শুরুতেই জীবন পাওয়া ইমরুল কায়েস সুযোগ কাজে লাগাতে পারেননি। টিম সাউদির আগের ওভারটি মেডেন খেলেন। পরের ওভারে লেগ স্টাম্পের বাইরের শর্ট বলে ক্যাচ দেন উইকেটরক্ষক লুক রনকিকে। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান কিন্তু তাতে পাল্টায়নি সিদ্ধান্ত। ২১ বলে ১৬ রান আসে তার ব্যাট থেকে। তিন নম্বরে নামা সৌম্য সরকার (০১) আবারও ব্যর্থ। জেমস নিশামের করা প্রথম ওভার দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন তিনি। এর দুই বল পর স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই আবারও উইকেট পতন। এবার আউট মাহমুদুল্লাহ রিয়াদ।
এর আগে, টস জিতে আগে ব্যাটিংয়ের টম ল্যাথাম ও কলিন মুনরোর দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
দলের পক্ষে সর্বোচ্চ ১৩৭ রান আসে ল্যাথামের ব্যাট থেকে। এছাড়া কলিন মুনরো করেন ৮৭ রান।
টাইগারদের হয়ে সাকিব তিনটি উইকেট দখল করেন। এছাড়া, দুটি করে উইকেট লাভ করেন মুস্তাফিজ এবং তাসকিন।
বিডি-প্রতিদিন/১২ ডিসেম্বর, ২০১৬/মাহবুব