স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে প্রথমেই আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। মার্টিন গাপটিলকে (১৫) সৌম্য সরকারের তালুবন্দি করেন তিনি।
ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টায় বক্সিং ডে (ক্রিসমাসের পরদিন) ওয়ানডেতে টস জিতে মাশরাফি বাহিনীকে ফিল্ডিয়ে পাঠান স্বাগতিক দলপতি কেন উইলিয়ামসন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ১ উইকেটে ৩৭ রান করেছে নিউজিল্যান্ড। দলীয় ৩১ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে তাদের।
ঘরের মাটিতে সফল বাংলাদেশের কোনো সুখস্মৃতি নেয় নিউজিল্যান্ডের মাটিতে। এবার টাইগারদের লক্ষ্য বিদেশের মাটিতে দেশের সেই সাফল্য ধরে রাখা।
টানা প্রায় আড়াই বছর পর আবারও দেশের বাইরে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলছে বাংলাদেশ। তবে এর মাঝে গত বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে খেলেছে টাইগাররা। সেবার এ নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করে হেরে যায় মাশরাফিবাহিনী। তাই এবার আরও ভালো কিছু করার প্রত্যয় নিয়েই মাঠে নামছে দলটি।
নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এ অবধি সাতটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সবগুলোতে হেরেছে টাইগাররা। ওয়ানডেতে দু’দলের মুখোমুখি দেখায় ২৫ ম্যাচে বাংলাদেশের জয় আটটিতে। ১৭ বার জিতেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের সবগুলো জয়ই এসেছে দেশের মাটিতে।
প্রথম ম্যাচটায় ভালো করে পুরো সফরের সুরটা ঠিক করে নিতে চায় বাংলাদেশ। সিরিজ জয়ের পথে এগিয়ে যেতে প্রথম ওয়ানডেতে জিততে চান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মানসিকভাবে এগিয়ে থাকতে বক্সিং ডে ম্যাচের দিকে তাকিয়ে কোচ চন্দিকা হাথুরুসিংহে।
এ ম্যাচে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুখবর ইনজুরি কাটিয়ে আবার মাঠে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। টানা প্রায় ছয় মাস ক্রিকেটের বাইরে থাকার পর আজ মাঠে নেমেছেন তিনি। তবে মূল একাদশে জায়গা হয়নি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজের। নিউজিল্যান্ডের কন্ডিশনে স্পিন কম কার্যকর হয় বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
উইকেট ও কন্ডিশন পেসারদের সহযোগী হলেও তিন পেসার নিয়েই খেলছে বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার পেসার নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা। তবে ব্যাটিং গভীরতা বাড়াতেই বাড়তি পেসারের পরিবর্তে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে অন্তর্ভুক্ত করেছে তারা।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম