বার্সেলোনায় ভবিষ্য অনিশ্চিত ক্লাবটির বর্তমান কোচ লুইস এনরিকের। কারণ এই মৌসুম শেষেই বার্সার সাথে চুক্তি শেষ হবে তার। অথচ এখন পর্যন্ত এনরিকের সাথে নতুন চুক্তির ব্যাপারে কিছুই বলেনি বার্সেলোনা ক্লাব। তাই নিজের ভবিষ্যত নিয়ে এখনো কিছুই বলতে পারছেন না এনরিকে নিজেও।
তিনি বলেন, ‘আমি খুব ভালোভাবেই জানি, আমি বার্সাতে থাকব নয়তো অন্য কোনো দলে না। তবে হাতে এখনো সময় আছে। আশা করি ক্লাব আমার পাশেই থাকবে।’
২০১৪ সালে বার্সেলোনার কোচের দায়িত্ব নেন এনরিক। ওই বছরই বার্সাকে ট্রেবল জয়ের স্বাদ দেন এনরিক। এরপরের বছরে চ্যাম্পিয়ন্স লীগ যা জিততে না পারলেও, বার্সাকে লা-লিগা ও কোপা ডেল’রের শিরোপা দেন এনরিক। এমন সব অর্জন নিয়ে চলমান মৌসুম শুরুও করেছেন তিনি। তবে এই মৌসুম শেষেই বার্সেলোনার সাথে চুক্তি শেষ হয়ে যাবে এনরিকের। কিন্তু এখনো এনরিকের সাথে চুক্তি বাড়ানো বা এই মৌসুমেই শেষ করে দেয়ার ব্যাপারে কিছুই জানায়নি বার্সেলোনা।
তাই নিজের ভবিষ্যত নিয়ে চিন্তিত এনরিক। তবে ক্লাবের দিকেই তাকিয়ে আছেন তিনি। এনরিক বলেন, ‘ভবিষ্যত নিয়ে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। তবে আশা করছি ক্লাব আমার পাশেই থাকবে এবং ভালো কিছুই হবে।’
বার্সেলোনায় থাকার ইচ্ছা পোষণ করেছেন এনরিক। তারপরও বার্সার দায়িত্ব পালন করা কঠিন বলেনও মন্তব্য করেন তিনি, ‘বার্সার হয়ে কাজ করাটা অনেক কঠিন। এর জন্য অনেক কিছু হারাতেও হয় আমাকে। পরের কয়েক মৌসুমের কথা যখন চিন্তা করি, তখন নেতিবাচক এই দিকগুলোও ভাবতে হয়।’
তারপরও সেরা দলের সাথে থাকাটা বেশ উপভোগও করছেন এনরিক। তিনি বলেন, ‘আমি সেরা দল ও সেরা ক্লাবের সঙ্গেই আছি এতে কোনো সন্দেহ নেই। সেরা খেলোয়াড়রা এখানেই আছে। এটি আমার ঘর, পরিবারও। শিরোপা জয় সাথে দলের সবকিছুর সঙ্গে থাকাটা সবই উপভোগ্য।’
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম