নাচ–গান আর হই হুল্লো পছন্দ হলেও বছরের শেষটা একটু নিরবে-নিভৃতেই কাটাতে চেয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। তাই প্রেমিকা আনুশকা শর্মীকে পাড়ি দিলেন দেশটির উত্তরাখণ্ডে। সেখানকার জলি গ্রান্ট বিমানবন্দরে তাদের ছবি এখন সোশাল সাইটে ভাইরাল।
এুদিকে, বিরাট কোহলির আগমণের কথা শুনতে পেরে টুইটারে তাকে স্বাগত জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। এই রাজ্যের পর্যটন দূত যে বিরাট। এপ্রিলে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
বড়দিনটা কাটালেন নরেন্দ্রনগরের তেহরিতে। সেখানে প্রাইভেট বাসায় রয়েছেন তিনি। বছর শুরু হলে ফের ইমতিয়াজ আলির ‘দ্য রিং’ ছবির শুটিংয়ে যোগ দেবেন অানুশকা। বিরাটও অনুশীলনে ফিরবেন।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব