বছরের শুরুর দিকটা মনে রাখার মত ছিল ডেভিড ওযার্নারের। অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটারের সম্মান পেয়েছিলেন। এরপরই দ্বিতীয় সন্তানের বাবা হলেন। কিন্তু ২০১৬-র শেষ লগ্নে এসে মনে হচ্ছে শুরুটা ভালো হলেও সবসময় শেষটা যে ভালো হবেই তার কোনও মানে নেই। এই মারকুটে অস্ট্রেলীয় ওপেনার চলতি বছরে টেস্টে ভাল পারফরম্যান্স করতে পারেননি।
‘বক্সিং ডে’ তে পাকিস্তানের বিরুদ্ধে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটিই হতে চলেছে চলতি বছরে অজিদের শেষ টেস্ট। এই টেস্টে ওয়ার্নার যদি দারুন কিছু করে ফেলেন তাহলে অন্য কথা। তা না হলে ২০১৬ তার কাছে ব্যর্থতার বছর হিসেবেই পরিগণিত হবে। এখনও অবধি এ বছর তিনি তার নামের পাশে ১৮ ইনিংস খেলে ৬০২ রান করেছেন। সেখানে শতরান আছে মাত্র ১ টি আর অর্ধশতরান ২ টি। ওয়ার্নার অবশ্য নিজে একেবারেই ঘাবড়াচ্ছেন না।
আর সে জন্যই তিনি বলে দিলেন, ‘প্রতিবার ব্যাট করতে যাওয়ার সময় লক্ষ্য থাকে যত বেশি সম্ভব রান করার। ফর্মে না থাকলেও মানসিকতায় কোনও বদল ঘটে না। নেটে যখন ব্যাট করছি কোনও সমস্যা হচ্ছে না। বাইশ গজে দাঁড়ানোর পরই রান আসছে না। তবে আমি একেবারেই হতাশ নই। জানি রানের চাকাটা ঘুরবেই। রান খরা কাটিয়ে নিজের সেরা ছন্দে ফেরাটা শুধু সময়ের অপেক্ষা।’
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৯