সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে। আজ শুক্রবার সিএ’র নিজস্ব ওয়েবসাইটে ঘোষিত বর্ষ সেরা টেস্ট একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতের বিরাট কোহলি। জানা যায়, এবার বর্ষসেরা টেস্ট একাদশে ইংল্যান্ডের সর্বোচ্চ তিনজন খেলোয়াড় রয়েছেন। এরপর ভারত, দক্ষিণ আফ্রিকার ও অস্ট্রেলিয়ার দু’জন করে খেলোয়াড়কে রাখা হয়েছে। এছাড়া শ্রীলংকা ও পাকিস্তানের একজন করে খেলোয়াড় আছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশে যাদের নাম প্রকাশ পেল, তারা হলেন- আজহার আলী (পাকিস্তান), জো রুট (ইংল্যান্ড), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), বেন স্টোকস (ইংল্যান্ড), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন (ভারত), রঙ্গনা হেরাথ (শ্রীলংকা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।
বিডি প্রতিদিন/এ মজুমদার