জ্যামাইকান গতিদানব উসাইন বোল্ট চার কোটি ২০ লাখ মার্কিন ডলার ব্যয়ে একটি গাড়ি কিনেছেন। বড়দিন উপলক্ষ্যে নিজেকেই গাড়িটি উপহার হিসেবে দিয়েছেন তিনি। গাড়ির সিটগুলো জ্যামাইকার পতাকার রংয়ের সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে।
অলিম্পিক স্বর্ণজয়ী বোল্টের গাড়িতে অলিম্পিকের পাঁচটি রিঙের আদলে হলুদ রঙের পাঁচটি রিঙ রয়েছে। এসব রিঙের মাঝখানটা সবুজ। সেখানে বোল্টের সেই বিশেষ ভঙ্গিমা চিহ্নিত প্রতীকও রয়েছে।
গাড়ির কালো রঙের চাকাগুলোর মাঝখানটাও সবুজ করে তৈরি করা হয়েছে। গাড়িতে অতিরিক্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে। বক্সিং চ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদারের এ রকম বিশেষ ধরনের গাড়ি ছিল। বোল্টও এবার যোগ দিলেন সেই দলে।
বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা