গ্যারেথ সাউথ গেটের সহকারী কোচ হিসেবে চেলসির দুই নম্বর কোচ স্টিভ হল্যান্ডকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড। তবে মৌসুমের শেষ পর্যন্ত আন্তর্জাতিক দায়িত্বের সাথে সাথে চেলসির সহকারী হিসেবে বহাল থাকবেন ৪৬ বছর বয়সী হল্যান্ড। এরপরই ইংল্যান্ডের হয়ে পূর্ণাঙ্গ দায়িত্ব পাবেন।
২০১৩ সালেও আগস্টে অনুর্ধ্ব-২১ দলে সাউথগেটের সহকারী হিসেবে কাজ করেছেন হল্যান্ড। পুনরায় জাতীয় দলে সহকারী হিসেবে হল্যান্ডকে পেয়ে দারুন খুশী সাউথগেট। ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে এমন মন্তব্যই করেছেন সাউথগেট।
তিনি বলেন, তিন বছরে আমরা খুব কাছে থেকে একে অপরের সাথে কাজ করেছি। তার কাজের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। সে পুরোপুরি পেশাদার একজন কোচ। শুরুতে আমাদের লক্ষ্য হচ্ছে তরুন ইংল্যান্ড দলকে একটি নির্দিষ্ট স্টাইলের মধ্যে নিয়ে আসা এবং তাদের মধ্যে জয়ের মানসিকতা তৈরি করা। সিনিয়রদের সাথে কাজ করাটা অবশ্য বেশি চ্যালেঞ্জিং। কিন্তু চেলসিতে এলিট খেলোয়াড় ও কোচদের সাথে হল্যান্ডের কাজ করার অভিজ্ঞতা এখানে কাজে লাগবে।
বিডি প্রতিদিন/ ২২ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম