এরকুলেসকে উড়িয়ে দিয়ে কোপা দেল রের শেষ ষোলোয় পৌঁছেছে বার্সেলোনা। লুইস এনরিকের দল শেষ ৩২ এর ম্যাচে জিতেছে ৭-০ গোলে।
স্বাগতিকদের জয়ে আর্দা তুরানের হ্যাটট্রিকের পাশাপাশি একটি করে গোল করেন ইভান রাকিতিচ, রাফিনিয়া, পাকো আলকাসের ও লুকাস দিনিয়ে।
স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে দুই দলের প্রথম দেখায় এরকুলেসের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরে বার্সেলোনা। শেষ ষোলোয় যেতে গোলশূন্য ড্র হলেই চলতো তাদের। কিন্ত এই কোপা দেল রেতে নিজেদের ২৯তম শিরোপা চোখ রাখা দলটি শুরু থেকেই খেলে আক্রমণাত্মক ফুটবল।
নিজেদের সর্বশেষ ম্যাচে ৪-১ ব্যবধানে এসপানিওলকে হারানো দলের একাদশে নয়টি পরিবর্তন আনেন বার্সেলোনার কোচ। লিওনেল মেসি, লুইস সুয়ারেস, নেইমারদের আগেই বড়দিনের ছুটি দিয়েছেন এনরিকে। মার্ক-আন্দ্রে টের স্টেগানকে, আন্দ্রেস ইনিয়েস্তাদেরও মাঠে নামাননি তিনি। বড় জয় নিয়েই শেষ ষোলোয় উঠে গেছে বার্সেলোনা।
বিডি প্রতিদিন/ ২২ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম