মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এবার ভলিবলের আন্তর্জাতিক আসর অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে পর্দা উঠবে ‘বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০১৬’-এর। পাঁচ দলের আসরের উদ্বোধনী ম্যাচে বিকেল ৪টায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপ-নেপাল। এবার ছয় দিনের এ আসরের পর্দা নামবে ২৭ ডিসেম্বর।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৩ ডিসেম্বর নেপালের বিপক্ষে। ২৫ ডিসেম্বর কিরগিজস্তান ও ২৬ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে লড়বে লাল-সবুজের দল। ২০১৫ সালের মে মাসে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। চ্যাম্পিয়ন হয় তুর্কমেনিস্তান। টুর্নামেন্টের রানার্স আপ হয় মালদ্বীপ। সাত দলের আসরে পঞ্চম হয়েছিল বাংলাদেশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার