প্রিমিয়ার লিগে ওঠার দৌড়ে থাকা দুই দলের চ্যাম্পিয়নশিপ লিগের লড়াইয়ে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব জয় পেয়েছে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারায় ফকিরেরপুল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ম্যাচের চতুর্দশ মিনিটে জুয়েলের করা গোলটিই শেষ পর্যন্ত ফকিরেরপুলের ৩ পয়েন্ট নিশ্চিত করে।
১০ ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের সমান ১৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে ফকিরেরপুল। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পুলিশ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ