এটাকে কি সংস্কার বা কুসংস্কার বলা যাবে? কালো রংয়ের বুট পড়ে খেললে নাকি রোনালদোর গতি কমে যায়। আর একারণেই তার কালো রঙের প্রতি অনীহা বেড়েছে। এজন্য তিনি কালো রঙের বুট এড়িয়ে যাচ্ছেন। অন্তত এমনটাই বলছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছের বন্ধুরা।
শুরু থেকে বেশিরভাগ সময় কালো রংয়ের বুট পরেই খেলতেন সিআর সেভেন। তবে এখন ফুটবলের পোস্টার বয়ের বুট থেকে কালো রং অদৃশ্য হয়ে গিয়েছে। সম্প্রতি নতুন যে কয় জোড়া বুট পরে রোনালদো খেলেছেন, সেগুলোর কোনোটাই কালো নয়। আর বুট প্রস্তুতকারক সংস্থাও রোনালদো পছন্দের রং মাথায় রেখেই তার জন্য বিশেষ ধরনের বুট বানাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ