বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তির নির্বাচনে জড়িত ছিলেন আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসিও। হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়েই বলা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে আর্জেন্টিনার অধিনায়কও ভোট পেয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে তার প্রেসিডেন্ট হওয়া হয়নি। কারণ তার ভোট সংখ্যা মাত্র ১টি!
ট্রাম্প কিংবা হিলারি ক্লিনটন নয়, মার্কিন যুক্তরাষ্ট্র শাসন করার জন্য লিওনেল মেসিকেই বেছে নিয়েছেন এক ভোটার। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দাবানলের মতো ছড়িয়ে পড়ে ব্যালট পেপারের সেই ছবি। হিলারি, ট্রাম্পও অন্য তিন প্রার্থীর নিচে একটি খালি ঘর ছিল ব্যালট পেপারে।
যদি কারও মনে হয়, আনুষ্ঠানিক প্রার্থীরা কেউই দেশকে পরিচালনার জন্য যোগ্য নন, সেখানে নিজেদের পছন্দের প্রার্থীর নাম লেখার সুযোগ ছিল। এক ফুটবল ভক্তের মনে হয়েছে হিলারি, ট্রাম্প কিংবা বাকি চার প্রার্থীর কেউ নন, বিশ্বসেরা ফুটবলারই আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কিছু করে দেখাতে পারেন!
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা