চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিরাট কোহলির অন্ধভক্ত এক পাকিস্তানী যুবককে গ্রেফতার করা হয়েছিল পাকিস্তানের মাটিতে। এরপর দশ বছরের জেলও হয় সেই যুবকের। পাকিস্তানে এই ধরণের ঘটনার পর চতুর্দিকে নিন্দার ঝড় ওঠে। কিন্তু এবার ঠিক একই ঘটনা ঘটল ভারতে।
ভারতের আসামের হাইলাকান্দিতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক এই যুবকের নাম রিপন চৌধুরী। তার অপরাধ পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদির ভক্ত। সেই সঙ্গে রিপন পাকিস্তানের জার্সি পরে স্থানীয় একটি ম্যাচে খেলতে নেমেছিলেন। এরপর একটি রাজনৈতিক পার্টির যুবক দল পুলিশেরর কাছে রিপনের নামে অভিযোগ করে। ভারতীয় দন্ডবিধির ১২০ (বি) এবং ২৯৪ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
যারা রিপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তাদের বক্তব্য রিপন ভারতীয় আবেগ, দেশাত্মবোধকে অপমান করেছেন। বিরাটের সমর্থক সেই উমের দারাজের মত রিপনকে শাস্তি পেতে হবে কি হবে না তা এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি যে রিপনের জন্য মোটেই সুখের হবে না বলেই মনে করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১২