খেলার মাঠে খেলতে গিয়ে মৃত্যু নতুন কিছু নয়। কিন্তু ছেলের খেলা দেখতে গিয়ে বাবার মৃত্যুর কথা কিন্তু আগে শোনা যায়নি। তবে এমন বিরল ঘটনারও সাক্ষী থাকল ভারতের কলকাতার টাউন ক্লাবের মাঠ।
সি এ বি লিগের খেলা হচ্ছিল কলকাতার টাউন ক্লাবের মাঠে। সূবার্বানের হয়ে ব্যাট করছিল তূর্য সাহা। বেশ দাপট নিয়েই খেলছিল সে। শতরানের কাছাকাছি চলে গিয়েছিল সে। কিন্তু হঠাৎ করেই ৮০ রানের মাথায় আউট হয়ে যায় তূর্য।
ছেলে তূর্যর খেলা দেখতে এসেছিলেন বাবা তুলসী সাহা। তিনি নিজে ভীষণ ক্রিকেটপ্রেমী একজন মানুষ। ক্রিকেটার ছেলের জন্য বেশ গর্বিত ছিলেন তিনি। তাই মাঝে মাঝেই ছেলের খেলা দেখতে ছুটে চলে যেতেন মাঠে। মঙ্গলবারও এসেছিলেন তিনি মাঠে। কিন্তু ছেলে আউট হতেই হৃদরোগে আক্রান্ত হলেন তিনি। এরপর তাকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। কিন্তু সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তুলসী সাহা।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১