বিরাট কোহলির নেতৃত্বে ওয়ানডে ম্যাচে মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি! যে অধিনায়কের হাত ধরে ২০০৭ টি-টোয়েন্টি এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে ভারত, সেই নেতা কি না খেলবেন ক্যাপ্টেন কোহলির দলে!
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের পঞ্চম টেস্টে বিরাট কোহলির দুরন্ত পারফরম্যান্স নজর কেড়েছে সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার। আর তাই তিনি মনে করছেন টেস্টের মতোই বাকি ফরম্যাটেও টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ দায়িত্ব নিশ্চিন্তে কোহলির কাঁধে তুলে দেওয়া যেতেই পারে।
তার মতে, ১৭টি টেস্টে অপরাজিত বিরাটের দল। চলতি টেস্টে দলকে যেভাবে তিনি পরিচালনা করছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাই নির্বাচকরা চাইলে ২০১৯ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতার আসনে বিরাটকে বসাতেই পারেন।
আইপিএল থেকে বিশ্বকাপ, ঝুলিতে সব রেকর্ডই রয়েছে ধোনির। তা সত্ত্বেও বর্তমান পারফরম্যান্সের নিরিখে পরোক্ষভাবে যেন নেতা বিরাটকেই এগিয়ে রাখলেন চোপড়া। তবে কি তিনি বলতে চাইলেন, ভারতীয় দলে অধিনায়ক ধোনির জমানা শেষ হওয়ার সময় এসেগেছে?