ভারতে ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা পরিকল্পনা বিভিন্ন হোটেলের পাবলিক কম্পিউটারে পাওয়া গেছে! ভারতে পাবলিক কম্পিউটার ব্যবহারের সময় এ নিরাপত্তা পরিকল্পনার পুরো ফাইল পান ইংল্যান্ড দলের এক সমর্থক। পরবর্তীতে ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা বিভাগকে বিষয়টি অবহিত করেন তিনি। এ ঘটনায় ইংল্যান্ড টিম ম্যানেজম্যান্ট নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
চেন্নাইয়ে ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলছে। চেন্নাই পুলিশের দেওয়া নাম ‘ব্যান্ডোবাস্ট’ এর পুরো পরিকল্পনাই এতে রয়েছে বলে দাবি ইংল্যান্ডের ওই সমর্থক।
এর মধ্যে ইংল্যান্ড ক্রিকেট দলের ক্রিকেটাররা কে কোন রুমে অবস্থান করছেন, প্রতিটি ফ্লোরে কতজন নিরাপত্তা প্রহরী থাকবেন, সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা কে কোথায় থাকবেন, নিকটবর্তী উচু বিল্ডিংয়ের কোন ছাদে স্নাইপাররা থাকবেন সেই তথ্য ফাইলে পাওয়া গেছে। পাশাপাশি দুই দল স্টেডিয়ামে আসা-যাওয়ার পথে কোন বাসে অবস্থান করবে, কোন রাস্তায় চলবেন সেই সংক্রান্ত তথ্যও ছিল।
হোটেলের দায়িত্ব পালন করা এক কর্মচারী জানান, দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্য হোটেলের লবিতে প্রতিদিন কম্পিউটার ব্যবহার করতেন।
এদিকে ইংল্যান্ড টিম ম্যানেজম্যান্ট এবং নিরাপত্তা দল সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি তদন্ত করতে বলেন। প্রয়োজনে নিরাপত্তা পরিকল্পনা পরিবর্তনের ইঙ্গিত দেন।
বিডি প্রতিদিন/ ২০ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম