স্পট ফিক্সিং কেলেঙ্কারির দায়ে শাস্তি পাওয়া সাবেক পাকিস্তানি ওপেনার সালমান বাটকে জাতীয় দলে ফেরানো উচিত বলে মনে করেন দেশটির সাবেক তারকা পেসার ওয়াকার ইউনিস। এজন্য তার সাম্প্রতিক ফর্মকে সামনে এনেছেন পাকিস্তানের সাবেক এই কোচ। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
২০১০ সালে লর্ডসে যখন বাটসহ পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠে তখন তিনি ছিলেন পাকিস্তান জাতীয় দলের কোচ। এরপর ওই দলের মধ্যে মোহাম্মদ আমির জাতীয় দলে ফিরলেও সুযোগ পাননি অন্য দুই ক্রিকেটার মোহাম্মদ আসিফ ও সালমান বাট। তবে সাম্প্রতিককালে সালমান বাট ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কায়েদ ই আজম ট্রফিতে দু'টি সেঞ্চুরি সাহায্যে দলকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে সহায়তা করেন। এরপরই মন গলে ওয়াকারের।
বিটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক তারকা এই পেসার আরও বলেন, বাট সত্যিই অসাধারণ খেলে। সে তার শাস্তিও ভোগ করেছে। আমি মনে করি, প্রত্যেককে পরিশ্রমের একটা সুযোগ দেওয়া উচিত। তাছাড়া মানুষ এটা ভিন্নভাবে মূল্যায়ন করবে। কারণ সে একজন প্রতিভাবান ক্রিকেটার।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৬/মাহবুব